বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকার দেশগুলো
কৃষিপণ্য উৎপাদনের জন্য দক্ষিণ সুদানসহ আফ্রিকার দেশগুলো বাংলাদেশকে জমি লিজ দিতে চায়। বিষয়টি দ্রুত দেখতে তিন মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র, বাণিজ্য এবং কৃষিমন্ত্রীকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, কৃষি কাজের জন্য দক্ষিণ সুদানসহ আফ্রিকার বেশ কয়েকটা দেশ আমাদের জমি লিজ দিতে চায়। এ বিষয়ে আলোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, খুব দ্রুত বিষয়টি দেখার জন্য।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আমাদের দুই থেকে তিনটা ফার্ম আফ্রিকার কিছু দেশে কৃষি ফার্ম করে অনেক কিছু উৎপাদন করছে।
তিনি বলেন, এসব দেশে লোকজন কম। কিন্তু তাদের জমি অনেক, দক্ষিণ সুদান যেমন একটা। এছাড়া লাইবেরিয়াতেও আছে। একই সঙ্গে আমাদের কৃষিপণ্য যাতে দেশের বাইরে যেতে পারে সেটাও আরেকটু দেখতে বলা হয়েছে। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোতে সবজি রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন