বাংলাদেশকে ২৭১ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ২৭১ রানের চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছে আগেই শিরোপা নিশ্চিত করা নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে টম ল্যাথাম আর নেইল ব্রুমের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা।
নিজের প্রথম ওভারেই উইকেট নিয়ে ফিল্ডিং করতে নামা বাংলাদেশকে দারুন সূচনা এনে দিয়েছিলেন কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। তারপর দারুন এক জুটি গড়ে নিউজিল্যান্ডকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন টম ল্যাথাম আর নেইল ব্রুম। দুর্দান্ত এই জুটি ভাঙেন নাসির। এরপর জোড়া আঘাত হানেন সাকিব এবং মাশরাফি।
বুধবার (২৪ মে) ডাবলিনের ক্লনটার্ফে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ দিন পর ফিরেছেন নাসির হোসেন। ফিল্ডিংয়ে শুরুটা অবশ্য ভাল হয়নি টাইগারদের। প্রথম ওভারেই নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের ক্যাচ ফেলে দিয়েছেন নাসির। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, হয়তো সে জন্যই খানিকটা জড়তা তার।
নিজের প্রথম ওভারেই টাইগার শিবিরকে আনন্দে ভাসিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার বলেই সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেছেন লুক রনকি। এরপর নেইল ব্রুমকে সাথে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েছেন ল্যাথাম। দু’জনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। নাসিরের কল্যাণে জীবন পাওয়া ল্যাথাম আর ব্রুমের অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।
অবশেষে সেই নাসিরের শিকার হয়েই সাঝঘরে ফেরেন ল্যাথাম আর ব্রুম। দলীয় ১৫৬ রানে ল্যাথাম আর ব্রুমের জুটি ভাঙেন সাত মাস পর দলে সুযোগ পাওয়া নাসির হোসেন। এই অলরাউন্ডারের বল উড়িয়ে মারতে গিয়ে মাশরাফির দুর্দান্ত ক্যাচে বিদায় নেয়ার আগে ৭৬ বলে ৬৩ রান করেছেন নেইল ব্রুম। নিজের পরের ওভারেই ল্যাথামকে বোল্ড করেন নাসির। সাঝঘরে ফেরার আগে ৯২ বলে ১১টি চারের সহায়তায় ৮৪ রান সংগ্রহ করেন এই ওপেনার।
নাসিরের জোড়া আঘাতের পর আবারো প্রতিরোধ গড়েন রস টেলর আর করি এন্ডারসন। তাদের ৪১ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে বিদায় নেয়ার আগে ২৪ রান করেন এন্ডারসন। এরপর নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত করেন সাকিব আর মাশরাফি। ফলে কিউইদের স্কোর ২০৮ থেকে ২২৬ হতেই ৭ উইকেট নেই হয়ে যায়। মাত্র ১৮ রানের ব্যবধানে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব-মাশরাফি।
টানা তিন ম্যাচ জিতে ডাবল-লিগ পদ্ধতির ত্রিদেশীয় সিরিজের শিরোপা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে টম ল্যাথামের দল। তবে মাশরাফিদের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপুর্ণ। এই ম্যাচ জিতলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে লাল সবুজের দল। পাশাপাশি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অনেকটাই নিশ্চিত হবে টাইগারদের।
আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। অপরদিকে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। জিমি নেশাম, হামিশ বেনেট ও জিতেন প্যাটেল একাদশে জায়গা পেয়েছেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, করি এন্ডারসন, রস টেইলর, নিল ব্রুম, কলিন মুনরো, ম্যাট হেনরি, মিচেল সেনানিয়ার, জিমি নেশাম, হামিশ বেনেট ও জিতেন প্যাটেল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন