বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান এর মৃত্যুতে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী’র শোক
বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোর ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুজ্জামান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী জানান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান দেশের লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক হিসেবে অসামান্য অবদান রেখেছেন। তিনি একজন সফল শিক্ষক ছিলেন। তিনি সফলভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান তাঁর সৃজনশীল কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী মরহুম শামসুজ্জামান খান এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন