আবারও চালু হচ্ছে ‘করোনা বুলেটিন’

গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রতিদিন স্বাস্থ্য বুলেটিনে বিস্তারিত জানানো হতো। কয়েক মাস চলার পর এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর সেই ‘করোনা বুলেটিন’ আবার প্রচার করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগের মতো প্রতিদিন নয়, সপ্তাহে দুই দিন।

বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের নির্দেশনায় আবার স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হবে। সপ্তাহে দুই দিন এটা করা হবে।’ তবে কোন দুই দিন প্রচার করা হবে তা তিনি বলেননি।

গত বছর ১১ আগস্ট বেলা আড়াইটায় নিয়মিত স্বাস্থ্য সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধের ঘোষণা দেন। এর আগে ৮ মার্চ করোনা সংক্রমণের শুরু থেকে প্রতিদিন দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হতো সর্বশেষ অবস্থা। তবে বুলেটিন বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে আসছে করোনার সর্বশেষ অবস্থা।