বাগেরহাটের শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষকদের বলা হয় জাতি গঠনের গারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
৫ সেপ্টেম্বর বিকালে উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান এস সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আসাদুজ্জামান মিলন ও সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রফুল ইসলাম, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান জিয়াউল হাসান তেনজিন, একাডেমিক সুপারভাইজার রাধে শাম ঘোষ, প্রাথমিক শিক্ষক নেতা আলমগীর হোসেন ও জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকদের জন্য ইনক্রিমেন্ট ও বৈশাখি ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে আরও করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন