বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে ৮৩ হাজার কয়েনসহ আটক ১
যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২ ও ১ টাকা মুল্যের ৮৩ হাজার টাকার কয়েনসহ আবদুর রহমান (৩০) নামে একজন কে আটক করেছে বিজিবি। কয়েনগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে সে বিজিবির কাছে স্বীকার করেছেন। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের শার্শার আমড়াখালী চেকপোস্টের সুবেদার শাহীন রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমান কয়েন নিয়ে নাভারন থেকে ইজিবাইক করে বেনাপোলের দিকে যাবে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তল্লাশি জোরদার করে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইকটি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার টাকা মুল্যের ২ ও ১ টাকার কয়েনসহ আসামিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন