পীরগঞ্জে পশু চিকিৎসকের অর্থসহ মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে এক পশু চিকিৎসককে পিটিয়ে নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীর দল। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খালাশপীর- চতরা সড়কের মঞ্জিলার দরগাহ্ নামক স্থানে।

অভিযোগে জানা গেছে, বড় আলমপুর ইউনিয়নের আলমপুর ষোল ঘরিয়া গ্রামের সাইদুর রহমানের পুত্র পশু চিকিৎসক গোলাম মোস্তফা প্রতিবেশী রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে গত ১১ আগষ্ট রাতে খালাশপীর হাট থেকে পশুর ঔষধ নিয়ে বাজাজ মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মঞ্জিলার দরগাহ্ নামক স্থানে এলে ওঁৎপেতে থাকা ৬/৭ জনের ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এবং কোন কিছু বুঝে উঠার পূর্বেই এলোপাতাড়ী মারডাং করে নগদ অর্থসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে একই রাতে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে ৬/৭ জন ছিনতাইকারীর মধ্যে আকুবের পাড়া গ্রামের আজিজার রহমানের পুত্র আবু রাহেল নামের এক ছিনতাইকারীকে সনাক্ত করতে পেরেছেন মর্মে উল্লেখ করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ছিনতাইকৃত অর্থ কিংবা মোটরসাইকেল উদ্ধার হয়নি।