বেনাপোল আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/IMG-20211209-WA0001-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আপনার অধিকার আপনার দায়িত্ব’ এই প্রতিপাদ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
বৃহস্পতিবার সকাল ১১টায় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে জাতীয় সংগীত পরিবেশন, দিবসটির শুভ সূচনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। এরপর যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল কাস্টমসের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালি করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটু, শ্রী শান্তিপদ গাঙ্গলী, শ্রী শুকুমার দেবনাথ ও খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন