বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৪০ বাংলাদেশি কিশোর-কিশোরী
বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ৪০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে উদ্ধারের ৬ বছর পর স্বদেশে ফেরত পাঠিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন।
বৃহস্পতিবার (২০জুলাই) সন্ধ্যায় আনুষ্ঠানিকতা শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তাদের তুলে দেয়া হয়। আইনি সহয়তা দিতে বাংলাদেশি তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।
ফেরত আসা শিশুদের এক নজর দেখতে সীমান্তে ভিড় জমায় তাদের স্বজনরা। সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। ফেরত আসা শিশুদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর, সাতক্ষীরা, ঢাকা, সিলেট ও কক্সবাজার জেলায়।
জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে পাচার হচ্ছে শত শত বাংলাদেশি নারী, পুরুষ ও অপ্রাপ্ত বয়স্ক শিশু। আর উদ্ধার হয় এদের মাত্র ৫ শতাংশ।
এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহয়তা চায় তাহলে তা দেয়া হবে।
ভারতীয় এনজিও কর্মকর্তা অরুনিমা দাশু জানান, ফেরত আসা শিশুদের আইনি সহয়তা দিতে মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার ১৮ জন, বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ৭ জন ও রাইটস যশোর ১৫ জন শিশুকে গ্রহণ করেছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ফেরত আসা শিশুদের যারা অবিভাবক এসেছেন তাদের ছেড়ে দেয়া হয়েছে। অন্যদের আইনি সহয়তায় এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ মারেফাত তারেকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে ৪০ কিশোর-কিশোরীকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। দুই দেশের সরকারের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন