বৈরী আবহাওয়ায় শাহজালালের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামে অবতরণ করেছে। এমনকি ইউএস-বাংলার একটি ফ্লাইট কলকাতার উদ্দেশ্য রওনা দিয়ে আবহাওয়ার কারণে ফের ঢাকায় ফিরে আসে।

বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সোমবার বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্য রওনা হলেও কিছুক্ষণ পর ঢাকায় ফিরে আসে।’

তিনি বলেন, ‘এছাড়া বিমান ও রিজেন্টের তিনটি ফ্লাইট শাহজালালে অবতরণের কথা থাকলেও খারাপ অবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে বিমানের আন্তর্জাতিক বিজি১৪৮ ফ্লাইটটি দুবাই-ঢাকা-চট্টগ্রামে অবতরণের কথা থাকলেও সেটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে।’

‘একইভাবে রিজেন্টের ৭৫৪ ফ্লাইটটি কাতারের দোহা থেকে রওনা দিয়ে ঢাকা হয়ে চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কাণে সরাসরি চট্টগ্রামে চলে যায়। অন্যদিকে বিমানের অভ্যন্তরীণ একটি ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকার দিকে রওনা দিয়ে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করেছে,’ যোগ করেন তিনি।

বেবিচকের এই কর্মকর্তা আরো বলেন, ‘শাহজালালে উড়োজাহাজ উঠানামা আমরা বন্ধ করিনি। তবে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট উঠানামায় সমস্যা হচ্ছে। এটা বিমানবন্দরের কোনো সমস্যা না।’