বড় জয়ের পরও বরখাস্ত নেইমারদের কোচ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/IMG_20201225_121923.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঘরের মাঠে বড় জয়ের পরও খারাপ খবর শুনতে হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টাচেলকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে নেইমার-এমবাপ্পেদের কোচকে। পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টাচেল।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
স্ত্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে না পারাই এর মূল কারণ।
২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছে পিএসজি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে রয়েছে অলিম্পিক লিও ও লিলে।
ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার মাশুল দিতে হলো টাচেলকে। বরখাস্ত হওয়ার আগে পিএসজির হয়ে আড়াই বছর ৬টি শিরোপা জিতেছেন টাচেল। এছাড়া তার অধীনেই গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল পিএসজি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন