ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে শরণখোলায় ভূমি অফিসে বিশেষ সেবা শুরু
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বাগেরহাটের শরণখোলায় ২২মে থেকে ২৮ মে পর্যন্ত ৬ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি র্যালি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রঙ্গনে সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল কুদ্দুস বলেন জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফায়েড খতিয়ান ও ম্যাপ, ভূমিসেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত সংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড সহ ভূমিসেবা দেওয়া হবে। তিনি আরও বলেন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা।
অনুষ্ঠান শেষে ভুমি সেবা প্রার্থিদের বসার জন্য উপজেলা ভূমি অফিসে একটি গোল ঘর উদ্ভোধন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন