ভূরুঙ্গামারীতে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ প্রশিক্ষণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামসুর রহমান সুমন সহ মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, জনপ্রতিনিধি. ব্যবসায়ী, আড়তদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন