ভোটের পরিবেশ এ দেশে নেই – ডা. জাহিদ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জেএডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে দিনের ভোট রাতেই করে বিনা ভোটে ক্ষমতায় এসেছে। এ সরকারের একজন গানের শিল্পী বলেছিলে বিদ্যুৎ নাকি জাদুঘরে রাখতে হবে।

জাদুঘরে গিয়ে বিদ্যুৎ দেখতে হবে। বাস্তবতা হলো বিদ্যুৎ এখন থাকেনা। এ সরকার যা বলে মিথ্যা ও ভাঁওতাবাজি। বিদ্যুৎ এর এখন এমন অবস্থা কখন আসে কখন যায় সেটা গ্রামের মানুষ ভালো ভাবে টের পায়। শুধু ঢাকার মানুষ না সারাদেশের মানুষ আজ বুঝতে পেছে বিদ্যুৎ এর কি করণ অবস্থা। তারা টাকার অভাবে কয়লা ক্রয় করতে পারছে না। এ সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর নাম করে এবং কৃষকদের ফ্রি সার দেওয়ার কথা বলেছে। এ সরকার মিথ্যা আশ্বাস দিয়ে ১০ টাকা কেজি চাল এর পরিবর্তে ৭৫ টাকা কেজি চাল ও ১৪০০ টাকায় সার বিক্রয় করছে। সরকারে কথা সাথে কাজের কোন মিল নেই। তারা বিনা ভোটের সরকার।

আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। সেটা কিন্তু এ দেশে নাই। এটা না থাকার কারণে আপনাদের অধিকার নাই। আপনাদের অধিকার ফেরৎ দেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা সারাদেশের মানুষকে উৎজীবিত করেছে। ঐক্যবদ্ধ করেছে, যাতে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে জাতীয় নির্বাচন হয়। তাই দেশের মানুষ ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমেছে। যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবো না, তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা কেউ রাজপথ থেকে বাড়িতে ফিরবো না। প্রয়োজনে শহীদ হবো।

তিনিদেশ নায়ক তারেক রহমান এর সহ-ধর্মীনি প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১৮ জুন রবিবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায়, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর চন্দন, সাবেক সংসদ সদস্য মোশরাফ হোসেন, কুষ্টিয়া সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল রাজ্জাক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর আবু জাকের মাকু, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম, খালিদ হাসান আরম, ছাত্রদল নেতা মাশকুরুল আলম সীমান্ত, বিপুল প্রমুখ। আলোচনা সভার পূর্বে তারেক রহমান এর সহ-ধর্মীনি প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের আয়োজনে বেতগাড়ী কারিগরি কলেজ ও অটো রাইস মিল চত্বরে বিভিন্ন প্রজাতির ফসল ও বনোজ বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

পরে দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার শিবগঞ্জ-মহাস্থান সড়কের তেঘরী রাস্তা মোড়ে বিএনপি’র নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি উদ্বোধন করেন। এসময় থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।