ভোলার মেঘনা নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/images-48.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভোলায় মেঘনা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় অর্ধেক গলে যাওয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ইলিশা নৌ থানা পুলিশ। অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। লাশের শরীরে বেশিরভাগ অংশ পচে গেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে সদর উপজেলা ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর লাশের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন