ভোলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৮৯১ ভূমিহীন পরিবার

ভোলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৮৯১ ভূমিহীন পরিবার মুজিব শতবর্ষে দ্বীপ জেলা ভোলায় দ্বিতীয় ধাপে ৩৭১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন সংক্রান্ত মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী জানান, প্রথম ধাপে জেলায় ৫২০ টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩৭১টিসহ জেলায় মোট ৮৯১টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, সম্পাদক অমিতাভ রায় অপু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।