মাগুরায় এসএসসি পরীক্ষায় ছাত্রলীগ নেতার পক্ষে প্রক্সি! যুবক শ্রীঘরে
মাগুরার শালিখায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের পক্ষে প্রক্সি দিতে গিয়ে আল আমিন মোল্যা (২২) নামে এক যুবককে ১ বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরার শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, ‘উপজেলার সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ট্রেড এ বিষয়ে পরীক্ষা চলাকালে ভোকেশনালের শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগের নেতা মো. মোজাহার বিশ্বাস। যার রেজিঃ নং- ২৭০০১৮৬২০৯, রোল নম্বর- ২৪১৩২৯। তার স্থলে আল-আমিন মোল্যা (২২) প্রক্সি দিতে গেলে কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারহানুল হক বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আটক আল-আমিনকে পাবলিক পরীক্ষা সমুহ (অপরাধ) আইনের ১৯৮০ সালের ৩ (খ) ধারায় ১ বছরের কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা করে শ্রীঘরে পাঠান।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে এই ছাত্রলীগ নেতা।
মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের স্বঘোষিত সভাপতি বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবের ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন