মাগুরায় সহপাঠিকে উত্যক্ত করায় এক কিশোরকে জরিমানা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৃহস্পতিবার সহপাঠিকে উত্যক্ত করায় অভিযোগে আজাহার নামের দশম শ্রেণির এক ছাত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেষপুর গ্রামের দাউদ হোসেন মিয়ার ছেলে আজাহার (১৫) দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী লক্ষিপুর গ্রামের এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। তারা দুইজনই মহম্মাদপুর উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার ভোরে আজাহার ওই সহপাঠির বাড়িতে গিয়ে ঘরে ঢুকে জোর করে সহপাঠির সাথে কথা বলার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে গাছের সাথে বেধে রাখে।
পরে এলাকার লোকজন খবর দিলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম ও অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আজাহারকে উদ্ধার করেন। এসময় তাচে ১ হাজার টাকা জরিমানা করে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন