মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/hobiganj_65993_1513059938.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।
নিহতরা হলেন পিকআপ চালক বিলাল মিয়া ও হেলপার আবু বকর।
এর মধ্যে বেলাল শরীয়তপুরের পাচুরাকান্দির বিলাসপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। আর আবু বকর ফরিদপুর জেলার মুন্সিবাঙ্গির মৃত বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে সবজিবোঝাই একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল।
রতনপুর নামক স্থানে পৌঁছলে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার মারা যায়।
ওসি জসিম উদ্দিন জানান, ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন