মার্কিন নির্বাচন: মঙ্গলবারেই কেন ভোট হয়?

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ নভেম্বর (মঙ্গলবার)। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ, চলছে নানা জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

প্রতি চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়।

নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণের জন্য বেছে নেওয়া হয়। ১৮৪৫ সাল থেকে এই নিয়ম মেনে চলা হচ্ছে।

ইতিহাস বলছে, প্রথমে রবিবার ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছিল। তবে রবিবার ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়। সেদিন সবাই গির্জায় যায় সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিতে। তারপর ঠিক করা হয় সোমবার।
তবে সাপ্তাহিক ছুটির পরদিন ভোটের সিদ্ধান্তও বাতিল হয়ে যায়। কারণ উনিশ শতকের মাঝামাঝি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না।

দূর-দূরান্তের মানুষকে পর্যাপ্ত সময় দিতে অবশেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবারই ভোট গ্রহণ করা হবে। যে দিনই নির্বাচন হোক তাতে যেন ডিসেম্বরের প্রথম বুধবারের আগে ৩৪ দিনের ব্যবধান থাকে এমন একটি বিধান রেখে ১৭৯২ সালে আইন পাস হয়।
মূলত কৃষিকাজের সুবিধার কথাটি বিবেচনায় রেখে নভেম্বর অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহটা নির্বাচনের জন্য বেছে নেওয়া হয়েছিল। কারণ ওই সময় ফসল কাটা হয়ে যায় এবং কৃষকের হাতে অফুরন্ত সময় থাকে।