মাশরাফী-সাকিব প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী
জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন; এমন ইঙ্গিতের পরের দিন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, ‘পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিরা নমিনেশন পেয়ে থাকে এটা নতুন কিছু না।’
ভারত সফর শেষে দেশে ফিরে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন: কারও যদি আকাঙ্ক্ষা হয়, নিশ্চয়ই তারা দেশের জন্য সম্মান নিয়ে এসেছে, দেশকে ভালো একটা জায়গায় নিয়ে এসেছে। এটা পৃথিবীতে নতুন কিছু নয়। তার মানে এটা নয়; তৃণমূলে যারা রাজনীতি করে তারা নমিনেশন পায় না।
‘আমরা কিন্তু স্কুল জীবন থেকে রাজনীতি করেই এসছি; সেলিব্রেটি হয়ে আসিনি। আমরা তো আছিই, রাজনীতি যারা করেন, তারা নমিনেশন পান এটা খুবই স্বাভাবিক।’
এরআগে, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভা শেষে সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এমপি পদে নির্বাচন করবেন মাশরাফী।’
আরেক ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিষয়টিও নিয়েও প্রশ্ন ছিল মুস্তফা কামালের কাছে। তবে এ ক্ষেত্রে প্রশ্নও ছিল সংক্ষেপে, জবাবও আসে এক কথায়।
‘সাকিব দাঁড়াবেন না?- এমন প্রশ্নে তিনি বলেন, সাকিব তো দাঁড়াবেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন