মুক্তামনির তৃতীয় অস্ত্রোপচার চলছে

রক্তনালীতে টিউমারে আক্রান্ত মুক্তামনির হাতের তৃতীয় অস্ত্রোপচার শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিকেল টিম মঙ্গলবার সকাল পৌনে ১০টায় এ অস্ত্রোপচার শুরু করেছে।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সকাল পৌন ১০টায় মুক্তামনির অপারেশন শুরু হয়েছে। তার শরীরে হালকা জ্বর আছে। এর আগে ২৯ আগস্ট মুক্তামনির শরীরে জ্বরের কারণে অস্ত্রোপচার পুরোপুরি সম্পন্ন করা যায়নি। প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই অস্ত্রোপচার কক্ষ থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামনি (১২)। জন্মের দেড় বছর পর মুক্তামনির হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে।
দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত ছোট আকারের গাছের গুঁড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারি হয়ে উঠে। তাতে পচন ধরে এবং পোকাও জন্ম নেয়। দিনরাত চুলকানি ও যন্ত্রণায় অস্থির থাকত মুক্তামনি। তার আক্রান্ত স্থান থেকে দুর্গন্ধও বের হতো।
এ রোগ তার দেহের সর্বত্র ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন ডাক্তাররা। এসব কারণে তাদের বাড়িতে আত্মীয় স্বজন ও পড়শীদের যাতায়াতও এক রকম বন্ধ হয়ে গিয়েছিল।
সম্প্রতি মুক্তামনির এ বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে ৬০৮ নম্বর বেডে চিকিৎসাধীন।