মুসলমানদের ‘ঈদ মোবারক’ জানালেন জাস্টিন ট্রুডো
কানাডাসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের, এমনকি যারা ইতোমধ্যে হজ পালন করেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেছেন, সবাইকে ঈদ মোবারক! ঈদ হোক শান্তির বার্তা।
রোববার (১১ আগস্ট) নিজের টুইটার আইডিতে ভিডিও বার্তায় তরুণ এবং বিশ্বব্যাপী জনপ্রিয় এ প্রধানমন্ত্রী মুসলমানদের শুভেচ্ছা জানান।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পাঠানো ভিডিও বার্তায় ট্রুডো বলেছেন, ‘আস-সালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের মুসলমানরা পবিত্র হজ পালন ও ঈদ উদযাপন করছেন।’
কানাডীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পবিত্র এই দিনটি হলো প্রার্থনার জন্য সবার একত্রিত হওয়ার, একসঙ্গে খাবার খাওয়া এবং জীবনের অনুগ্রহকে উদযাপন করার একটি উপলক্ষ।’
দেশটির ২৩তম এই প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের কুরবানির শিক্ষা, মূল্যবোধ, করুণা, উদারতার প্রতিফলন ঘটানোর বড় একটি সুযোগ। আর সেই মূল্যবোধের সবচেয়ে উত্তমটাই আমাদের সারাবছর দেখিয়েছেন কানাডীয় মুসলমানরা। তারা স্থানীয় বিভিন্ন দাতব্য কাজে সহায়তা প্রদান করছেন এবং প্রতিবেশীদের দুঃসময়ে আন্তরিকতার সঙ্গে পাশে এসে দাঁড়িয়েছেন।’
ট্রুডো আরও বলেন, ‘আজ গোটা বিশ্বের মতো কানাডীয় মুসলমানদের পবিত্র ঈদ উদযাপন করার দিন। আমাদের দেশটি গড়তে তারা প্রচুর অবদান রেখেছেন। কাজেই আমার পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও সবাইকে চমৎকার এই দিনটি উদযাপনের আহ্বান জানাচ্ছি।’
Sending my best wishes to Muslims in Canada and around the world who are celebrating Eid al-Adha and the end of the Hajj. Eid Mubarak! pic.twitter.com/OqxF1AkwK9
— Justin Trudeau (@JustinTrudeau) August 11, 2019
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন