মেসির পেছনে থেকে বছর শেষ করলেন রোনালদো

দীর্ঘ এক যুগ ধরে তাদের দ্বৈরথ মাতিয়ে রেখেছে পুরো ফুটবল দুনিয়াকে। প্রতি বছরের মত এ বছরেও দুজন মেতেছিলেন একে অপরকে ছাড়িয়ে যেতে। কিন্তু বছর শেষে সেই লড়াইতে দুই গোলের ব্যবধানে জিতলেন মেসি।

জাতীয় দল এবং ক্লাবের হয়ে ৫১টি গোল করেছেন মেসি। অন্যদিকে বছরের শেষ ম্যাচে জোড়া গোল করেও মেসির থেকে দুই গোলে পিছিয়ে থেকে ৪৯ গোল করে ২০১৮ বছরটি শেষ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

জাতীয় দলের হয়ে মেসি ২০১৮ সালে ৫ ম্যাচে করেছেন ৪ গোল এবং ৩টি এসিস্ট। যেখানে রোনালদো ৭ ম্যাচে করেছেন ৬ গোল এবং এসিস্ট মাত্র ১টি।

ক্লাবের ম্যাচে অবশ্য রোনালদোকে গোলে পেছনে ফেলেন মেসি। ৪৯টি ম্যাচে ৪৭টি গোল করার পাশাপাশি করেছেন ২৬টি এসিস্ট। রোনালদো ৪৬টি ম্যাচে করেছেন ৪৩টি গোল এবং এসিস্ট ছিল ১৩টি।

সব মিলিয়ে ২০১৮ সালে ৫৪ ম্যাচে ৫১টি গোলের পাশাপাশি মেসির ছিল ২৬টি এসিস্ট। রোনালদো সেখানে ৫৩টি ম্যাচ খেলে করেছেন ৪৯টি ম্যাচ, যেখানে এসিস্ট ১৩টি। গোলের সংখ্যার দিক দিয়ে মেসির কাছাকাছি থাকলেও এসিস্টের দিক দিয়ে রোনালদোর ডাবল এসিস্ট করেছেন মেসি।

অন্যদিকে, শেষ ৮ বছরের ভেতর ২০১৮ সালেই রোনালদো প্রথমবারের মত গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। বয়স বাড়ার সাথে সাথে তাঁর আগের সেই ধারও কিছুটা কমতে শুরু করেছেন।

রোনালদোর গোল সংখ্যার মত মেসির গোল সংখ্যাও পড়তির দিকে। যদিও বছরটি তিনি গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ করেছেন তবুও গেল দুই বছরের তুলনায় তার গোল সংখ্যা ছিল কম।