মোংলা বন্দর পরিদর্শন করলেন বিএনএসিডব্লিউসি’র গঠিত বিশেষজ্ঞ দল
মোংলা বন্দর কর্তৃপক্ষের রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন বিএনএসিডব্লিউসি কর্তৃক গঠিত বিশেষজ্ঞ দল গতকাল মোংলা বন্দর পরিদর্শন করেন।
বন্দরের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে এ বিশেষজ্ঞ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপরে প্রতিনিধি দলটি আমদানিকৃত কেমিক্যাল সংরক্ষণের জন্য নির্ধারিত মোংলা বন্দরের ৫ নং শেড ও জেটি এলাকা পরিদর্শন করে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, কমডোর মো: আতিকুল রহমান ও বুয়েটের সহযোগী অধ্যাপক ড. মো: ইয়াসির আরাফাত খাঁন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন