ময়মনসিংহে ১০টি চোরাই গরুসহ দুই গরুচোর পুলিশের হাতে আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG-20230217-WA0011.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০টি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আন্তঃ জেলার গরু চোরের দল জামালপুর হতে একটি ট্রাকে চোরাই গরু নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই খবরের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মোঃ হারুনুর রশিদ সংগীয় ফোর্স নগরীর টাউন হল হতে কাচিঝুলি এলাকায় টহল জোরদার করে তল্লাশী শুরু করে।
পরে চোরের দল গরুসহ স্টেডিয়াম এর পিছনে (আউটার স্টেডিয়াম) সংলগ্ন কাচিঝুলি জবেদ আলী রোডের দিকে আসলে পুশিল তাদের ধাওয়া করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর দলের সদস্য মিন্টু, শহিদ, শিপনসহ অজ্ঞাতনামা ৪/৫জন পালিয়ে যায়।
এসময় কাঠগোলা এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ লুৎফর রহমান জীবন (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় ১টি ট্রাকসহ ১০টি চোরাই গরু উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত জীবনের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পলাতক আসামী শিপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা গরু চুরির সাথে সম্পৃক্ততা স্বীকার কওে তারা জানান, বিভিন্ন জায়গা হতে গরু চুরি করে নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন যাবত চোরাই গরু কেনা-বেচা করতো তারা। তারা আরো জানায়, আটককৃত ১০টি গরু জামালপুর জেলা মেলান্দহ ও মাদারগঞ্জ থানার বিভিন্ন এলাকা হতে চুরি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন