বগুড়ার শিবগঞ্জে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

“স্কাউটিং করি স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানে শিবগঞ্জে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট শিবগঞ্জ উপজেলার সভাপতি উম্মে কুলসুম সম্পা।

এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, ক্যাম্পুরি চীপ ও কমিশনার বাংলাদেশ স্কাউট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, সমাবেশের পরিচালক সায়েদ আলী, সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন স্কাউট সম্পাদক হাবিবুল আলম মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, জেলা কাপ লিডার তাজমিলুর রহমান, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সমাবেশের ডিপুটি সাব ক্যাম্প চীপ প্রোগ্রাম আব্দুল হান্নান, স্কাউট শিক্ষক মমতাজুর রহমান, মামুনুর রশীদ, আলমগীর হোসেন, লিয়াকত আলী লিটন, খোরশেদ আলম, আবু হান্নান, মিতালী সরকার প্রমূখ।

প্রসঙ্গতঃ এ সমাবেশে ১৭-২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় হতে ১জন করে ইউনিট লিডার (শিক্ষক) ও ৮জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।