যশোরের মণিরামপুরে কৃষকের বাড়িতে ডাকাতি
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই কৃষক পরিবারের সদস্যদের বেধম মারপিট করে বেঁধে রেখে ডাকাতি করেছে বলে জানাগেছে।
রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার রোহিতা ইউনিয়নের ভাণ্ডারী মোড়সংলগ্ন নালেরকান্দা গ্রামে কাশেম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ কাঁথা-কম্বলও নিয়ে গেছে।
এদিকে ডাকাতি শেষে চলে যাওয়ার সময় ডাকাতেরা একটি বড় দা ও লোহার রড ফেলে গেছে। খবর পেয়ে রোববার সকালে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও খেদাপাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কৃষক কাশেম আলী বলেন- ভোর ৪টার দিকে ছয়-সাতজন মুখোশধারী ডাকাত বারান্দার দরজায় দাঁড়িয়ে ছিলো। উঠানে ছিলো প্রায় ছয়জন। সবার হাতে দা, লোহার রড ছিলো। তাঁরা বারান্দার দরজার গ্রিল ভেঙে আমাকে ও আমার স্ত্রীকে বেঁধে মারপিট করে স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, দুটি কম্বল ও কয়েকটি কাঁথা নিয়ে যায়।
রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ভোর ৫টার দিকে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ক্যাম্পে খবর দিলে পুলিশ আসে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে একটি বড় অস্ত্র, লোহার রড উদ্ধার করেছি। ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন