পঞ্চগড়ে চাকুরি জাতীয় করণের দাবীতে গ্রাম পুলিশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশের চাকুরি জাতীয় করণের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্দ্যেগে এই মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, চড়ম দ্রব্যমূল্য উর্ধ্বগতির সময়ে ৬ থেকে ৭ হাজার টাকা বেতনে সংসার, ছেলে-মেয়ের লেখাপড়া ,চিকিৎসা অন্য ,বস্ত্র জীবন জীবিকা নির্বাহ করা খুবই কষ্ঠকর তাই সরকারের প্রতি আকুল আবেদন গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয় করণের দাবী জানান বক্তারা।

এদিকে বাদী আদায় না হলে পরবর্তী কঠোর কর্মসূচীর ঘোষণা দেন গ্রাম পুলিশের নেতারা। বক্তব্য শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম মাধম্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান করেন এবং জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেন আমি আপনাদের স্মারকলিপিটি দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করবো।

এসময় চাকুরি জাতীয় করণের দাবীতে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি মোঃ জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুধারু বর্মণ সহ জেলা ও উপজেলার নেতৃবন্দ এবং পঞ্চগড় ৪৩টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা এবং শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ বিক্ষোভ মিছিল করে।