যশোরের কপালিয়ায় মহামায়া পূজা গাউটে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়ায় মহামায়া পূজা গাউটে ১৪২৯ বাং অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে এই অনুষ্ঠান হয়।
উল্লেখিত, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মণিরামপুর পৌরসভার মেয়র জনাব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন