ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত দিবসে কবিতা পাঠের আসর

ময়মনসিংহের গৌরীপুর মুক্ত দিবস উপলক্ষে গৌরীপুর আবৃত্তি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিজয়’৭১’রে এ আবৃত্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওস্তাদ এমএ হাই, ওস্তাদ আব্দুল মালেক সরকার প্রমুখ।

পরে কবিতা আবৃত্তি করেন আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহবায়ক হারুন-উর-রশীদ, সদস্য সচিব শেখ মোঃ বিপ্লব, ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নূরুল আবেদীন, সুপক রঞ্জন উকিল, শামীমা খানম মীনা, আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, আরিফ আহম্মেদ, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও কাজী আল আমীন প্রমুখ।