যশোরের বাগআঁচড়ায় ডঃ আফিল উদ্দিন ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবস পালিত
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস আলোচনা ও সভা দোয়া অনুষ্ঠান ২০২৩ উৎযাপন উপলক্ষে উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত মধ্যে দিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্তে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কামরুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী অবিভাবক, সুধিজন ও আমনন্ত্রিত অথিতিদেরকে নিয়ে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হয়েছে।
সেই ধারাবাহিকতায় বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজ প্রতিবারের ন্যায় এবছরও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক হল রুমে মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে কলেজের শিক্ষক,শিক্ষিকা মন্ডলী,অভিভাবক,সুধিজনদের কে নিয়ে সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দূয়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা, সুধিজন,সমাজ সেবক,অভিভাবক, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই।
পরিশেষে ইসলাম শিক্ষার শিক্ষক মোঃ মামুনুর রহমান দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এবং অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন