যশোরের মণিরামপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে রোকেয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ঘরের আড়ার সঙ্গে গলাই রশি জড়িয়ে ফাস দিয়েছেন বলে দাবি স্বজনদের।

গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। রোকেয়া উপজেলার বিজয়রামপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- বৃদ্ধার কানে টিউমার হয়েছিলো। স্বজনরা তাকে ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি তার কানে অস্ত্রোপচার করেন চিকিৎসক। এরপর থেকে তার মাথায় যন্ত্রণা শুরু হয়। সে যন্ত্রণা সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে তিনি গলায় ফাস দেন।

এসআই আব্দুর রাজ্জাক বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।