যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
নাহিদ ও শিহাব সম্পর্কে একে অপরের মামাত-ফুপাতো ভাই। বয়সের পার্থক্য মাত্র ৪ বছর। দুজনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। বয়সের পার্থক্য বা বাড়ির দূরত্ব থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক ছিলো ঘনিষ্ঠ; বন্ধুত্বপূর্ণ। লেখাপড়ার ফাঁকে একটু সুযোগ পেলেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়তেন ঘুরতে।
বুধবারও (১৪ ডিসেম্বর) এক মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। এরপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে দুজনেই চিরবিদায় নিলেন একসঙ্গে।
নিহত দুই যুবক যশোরের মণিরামপুরের নাহিদ হাসান (২২) ও শিহাব হোসেন (১৮)। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের।
নিহত নাহিদ হাসান উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের মেজো ছেলে। আল কোরআনের হেফজ সম্পন্ন করে যশোরে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন তিনি। বাবা ইসমাইল হোসেন মাছনা মাদ্রাসার শিক্ষক। আর নিহত শিহাব হোসেন সম্পর্কে নাহিদের আপন মামাত ভাই। উপজেলার মোহনপুর গ্রামের স্বর্ণকার মোস্তাক হোসেনের ছেলে তিনি। শিহাব মাদানীনগর মাদ্রাসায় লেখাপড়া শেষে বালিয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় কাজী সবুজ হোসেন বলেন- যশোরের মাদ্রাসা থেকে আসার পর নাহিদ তাঁর মামাতো ভাই শিহাবের সঙ্গে দেখা করতে আসেন। এরপর বুধবার দুপুরে শিহাব বাবার নতুন পালসার মোটরসাইকেল নিয়ে নাহিদের সঙ্গে ঘুরতে বের হন। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজগঞ্জে নাহিদের ফুফুর বাড়িতে যান দুজনে। সেখানে রাতের খাবার শেষে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজন মারা যান।
এদিকে খবর পেয়ে রাতেই থানা পুলিশ ও মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরাদেহ দুটি উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন- বুধবার রাতে দুই যুবক এক মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মণিরামপুরে আসছিলেন। তাঁরা কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সঙ্গে আঘাত লাগে। এ সময় রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কাজী সবুজ বলেন- হাসপাতাল থেকে রাতেই মরাদেহ বাড়ি আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর-২০২২) দুপুরে মাসনা মাদ্রাসায় একসঙ্গে জানাজা শেষে একই স্থানে দুজনের দাফন সম্পন্ন হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে- উল্লেখিত দুই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন