যশোরের মনিরামপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/png_20220906_214032_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুরে সাপের কামড়ে মুসলিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় এ গৃহবধূকে।
নিহত মুসলিমা খাতুন উপজেলার জলকর রোহিতা গ্রামের প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী। মুসলিমা-মনিরুল দম্পতির ৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
রোহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, সোমবার রাত ১টার দিকে ঘরে খাটে ঘুমিয়ে ছিলেন মুসলিমা। হঠাৎ উপর থেকে একটি সাপ পড়ে তার গলায় কামড় দেয়। এরপর রাতে তাকে স্থানীয় ওঁজার কাছে চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দিকে মারা যান মুসলিমা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন