যশোরের রাজগঞ্জ হাইস্কুলে শেখ রাসেল দিবস উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221018_195633-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুলে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাজগঞ্জ হাইস্কুলের আয়োজনে সকাল ৮টায় রাজগঞ্জ হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে রাজগঞ্জ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষারের নেতৃত্বে সকল শিক্ষক মন্ডলি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শিক্ষক মন্ডলি ও সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালী রাজগঞ্জ হাইস্কুল চত্বর থেকে রাজগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। এরপর দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, বক্তব্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে “শেখ রাসেল দিবস-২০২২ এর শুভ উদ্বোধন ও শেখ রাসেল পদক” প্রদান অনুষ্ঠান উপভোগ করেন সকল শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন