যশোরের শার্শার বাগাআঁচড়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

যশোরের শার্শা বাগাআঁচড়ায় বিভিন্ন অনিয়ম অভিযোগে ৩টি বেসরকারি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় শার্শা উপজেলার বাগাআঁচড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও দক্ষ নার্স, দক্ষ প্যাথোলজিস্ট না থাকার কারণে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-মদিনা প্রাইভেট হসপিটাল লিমিটেড, ও বাগাআঁচড়া নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ আঃ সালাম ইউএইচএন্ডএফপিও( UH&FPO) বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি বেসরকারি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে।

তিনি আরো বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নিয়ম গুলো দেয়া হয়েছে সব নিয়ম গুলো মানতে পারলে আমাকে জানালে আমি আবার চালু করে দেব এবং আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।