যশোরের শার্শায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ ২ নারী আটক
যশোরের শার্শায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সহ দুই নারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান এর নেতৃত্বে, পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ এপ্রিল (শুক্রবার) বেলা ২ ঘটিকার সময়, শার্শা থানাধীন মান্দারতলা-জেলেপাড়া মোড় থেকে ২,৪৮,১০০ (দুই লক্ষ আটচল্লিশ হাজার একশত) টাকা মূল্যের ইন্ডিয়ান (ভারতীয়) নিষিদ্ধ, বিপুল পরিমাণ কসমেটিকস সহ দুই নারীকে আটক করেছেন শার্শা থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলো, ১) মোছাঃ আফরোজা বেগম রুপা (২৮), স্বামী-মোঃ রুবেল হোসেন, ২) মোছাঃ নিলা খাতুন , স্বামী-মোঃ আসাদুর রহমান, উভয় যশোর কোতয়ালী থানার শংকরপুর বাসিন্দা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস পন্য চোরাইপথে আসছে এমন সংবাদে অভিযান চালিয়ে। শার্শা থানাধীন মান্দারতলা-জেলেপাড়া মোড় থেকে ২,৪৮,১০০ (দুই লক্ষ আটচল্লিশ হাজার একশত) টাকা মূল্যের ইন্ডিয়ান কসমেটিকস সহ দুই নারীকে আটক করা। এ সংক্রান্তে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন