যুক্তরাজ্যের নির্বাচনেও রাশিয়া হস্তক্ষেপ করতে পারে!
ব্রিটেনের আসন্ন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ‘বাস্তবসম্মত সম্ভাবনা’ রয়েছে বলে মনে করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শনিবার প্রকাশিত টেলিগ্রাফের একটি সাক্ষাতকারে এই কনজারভেটিব রাজনীতিবিদ বলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুবই ‘উল্লসিত হবেন’ যদি লেবার পার্টির জেরেমি কোরবেইন ৮ জুনের নির্বাচন জেতেন।
পুতিনের দিকে ইঙ্গিত করে ব্রিটেনের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন: ‘আমাদের সুস্পষ্ট চিন্তা যে আমেরিকার সাথে তিনি যেটা করেছেন, ফ্রান্সের সাথে যেটা করেছেন (সদ্য নির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন এর ইমেইল হ্যাক করা হয়েছিল) পশ্চিম বলকানে বসে বসে এমন অনেক কিছুই করতে পারেন। তাই আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, পুতিন চান ‘যেন গণতন্ত্রে বিশ্বাসকে খাটো করা যায় এবং সকল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায়।’
উল্লেখ্য, শুক্রবার ব্রিটেনের হেল্থ সিস্টেম একটি বড় সাইবার হামলার শিকার হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন