যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বারভূঁইয়া, সম্পাদক টুটুল
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ এ বারভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন আসেফ বারি টুটুল।
গত ৬ নভেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা সৈয়দ শওকত আলী।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বারভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারী টুটুল। মঞ্চে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, কলামিস্ট সাঈদ তারেক, জাফর মিতা, আলতাফ হোসেন, মাহাবুবুর রহমান অনিক, তোফায়েল আহমেদ চৌধুরী, সাবির লস্কর ও আব্দুন নূর।
সম্মেলনে আগামী ২০২৩-২০২৪ সালের নেতা নির্বাচন করা হয়। সভাপতি পদে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ এ বারভূঁইয়া ব্যতীত অন্য কোন প্রার্থী না থাকায় সভাপতি হিসেবে মোহাম্মদ এ বারভূঁইয়াকে নির্বাচন করা হয়। সাধারণ সম্পাদক পদের জন্য প্রথমে চারজন প্রতিদ্বন্দ্বী থাকলেও মো. আলতাফ হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন আসেফ বারী টুটুল, জাফর মিতা, মাহাবুবুর রহমান অনিক। তিনজন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সরাসরি ভোট হয় এবং মোট ৪৬ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।
নির্বাচনী ফলাফলে ৩৩ ভোট পেয়ে আসেফ বারী টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটির তালিকা শীঘ্র প্রকাশ করা হবে বলে সম্মেলনে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন