রংপুরের পীরগঞ্জে রাস্তা কাটার প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে মারপিট!

রংপুরের পীরগঞ্জে জোর পুর্বক গ্রামের যাতায়াতের রাস্তা কেটে আবাদী জমি বানানোর চেষ্টার প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

এ সময় শ্লীলতাহানীর ঘটনাও ঘটানো হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আহতদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বড় আলমপুর গ্রামের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, হোসেনপুর গ্রামের মৃত আতোয়ার মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৪৫)র সঙ্গে একই গ্রামের মৃত কেতু প্রধানের পুত্র মন্টু মিয়া (৪৪)র যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। ঘটনার দিন বাচ্চু মিয়া ও তার লোকজন ওই বিরোধপূর্ণ যাতায়াতের রাস্তাটি কেটে আবাদী জমি তৈরী করতে থাকলে মন্টু মিয়া বাধা দেয়। এতে বাচ্চু মিয়া ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে মন্টু মিয়াকে এলোপাতাড়ী মারডাং করতে থাকে। এ সময় মন্টুর স্ত্রী মঞ্জিলা বেগম (৩৮) তার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম প্রহারসহ শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। এক পর্যায়ে প্রতিবেশী লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার পূর্বক পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে ১০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে।