রংপুরের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/Accident-pic-10-12-21_7410_3148.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পীরগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক মোস্তাফিজার রহমান ওরফে মোস্তফা (৫৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার খালাশপীর-পীরগঞ্জ সড়কের জঙ্গলপাড়া তেলপাম্প সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ভ্যানচালক মোস্তাফিজার রহমান ওরফে মোস্তফা সন্ধ্যার পর বাড়ী হতে খালাশপীর হাটের উদ্দেশ্যে রওনা দিলে একই দিক থেকে আসা করতোয়া নদী থেকে বালু পরিবহনের একটি ড্রাম ট্রাক পিছন ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মোস্তফা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে ক্ষুব্ধ পথচারী ঐ ড্রাম ট্রাকটি আটক করে চালক মাহফুজার রহমান (২৮)কে উত্তম-মধ্যম দেয়। এক পর্যায়ে চালক কৌসুলে ট্রাক ছেড়ে পালিয়ে যায়। চালক মাহফুজার রহমান একই উপজেলার বিরামপুর গ্রামের মৃত খোকা মিয়ার পুত্র।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন