রংপুরের পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
ওইদিন সকাল ১০ টায় একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হন শিক্ষার্থীরা।
এতে স্মৃতিচারণমূলক আলোচনা করেন পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বেরোবি’র সাবেক উপাচার্য- অধ্যাপক ড. মুহা. জলিল মিয়া, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য- অধ্যাপক ড. লুৎফর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, সদস্য সচিব হাবিবুর রহমান পল্টন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী মুনিয়া মুন ও ঐশী। রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলে দুই শিল্পীর পরিবেশনা। সঙ্গীত শিল্পী মুনিয়া মুন ও ঐশীর গানের তাল ও সুরের মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত ২৫/৩০ হাজার দর্শক।
বিশেষ করে ঐশী যখন তাঁর নিজস্ব গায়কী ঢংগে জনপ্রিয় গান ‘খাজাবাবা খাজাবাবা, মারহাবা মারহাবা’ ‘দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়া’ ‘ও মইশাল রে’ ‘পিরিতের বাজার ভালো না’ ‘দুষ্টু পোলাপাইন’ গানগুলো পরিবেশন করেন তখন উপস্থিত দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং গানের তালে তালে মাতোয়ারা হয়ে ওঠেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন