রাজধানীর ৪৮ পয়েন্টে তল্লাশি
আজ থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। রাজধানীতে ৪৮ টি পয়েন্টে চলছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস পরীক্ষা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
রোববার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ সময় তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। পুলিশের পক্ষ থেকেও এই কার্যক্রমে সফল করতে সবার সহায়তা চাওয়া হয়েছে।
রোববার (০৫ আগস্ট) সকাল নয়টা রাজধানীর কারওয়ান বাজারের দৃশ্য এটি। চলছে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এই মোড় দিয়ে চলা প্রতিটি প্রাইভেট কার, মোটরবাইবসহ কোন যানবাহনেরই যেন এড়িয়ে যাওয়ার উপায় নেই এই চেক পোস্ট।
ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস কিংবা ইন্সুরেন্সতো আছেই। সিএনজি অটোরিক্সায় বাড়তি ভাড়া কিংবা রং সাইডে চলাচল সব কিছুই থাকছে তাদের নজরে। ব্যতয় হলে এবার ছাড় দেয়া হচ্ছেনা কাউকেই।
পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার এমন উদ্যোকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে দুপুর ১২টা নাগাদ ট্রাফিক সপ্তাহের উদ্বোধনের আনুষ্ঠানিকতায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর ৪৮ পয়েন্টসহ সারা দেশে চলবে এই কার্যক্রম। এতে সম্পৃক্ত থাকবে স্কাউট, গার্লস গাইডসহ সাধারণ শিক্ষার্থীরাও।
আইজিপি বললেন, কনস্টেবলরা রাস্তায় দড়ি দিয়ে বেঁধে লোকজনের পারাপার নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছে। কারণ পাশেই ওভারব্রিজ থাকতেও মানুষ নিচ দিয়ে পার হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মানার সংস্কৃতি তৈরি না হলে অবস্থার উন্নতি হবে না। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে পরিবহনে শৃঙ্খলা ফেরানোর চেষ্টার মধ্যেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় নিয়ম মেনে পথচারীদের এলোমেলো চলাচল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন