রাত পোহালেই রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্বাচন
রাজনৈতিক অঙ্গনে পীরগঞ্জ উপজেলা তথা পীরগঞ্জ পৌরসভাটি বেশ গুরুত্বপুর্ণ। কারণ দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রাামে এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী পীরগঞ্জ আসনের সংসদ সদস্য। রাত পোহালেই রোববার আলোচিত পীরগঞ্জ পৌরসভার নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম (নৌকা), জাতীয় পার্টির জায়দুল ইসলাম (লাঙ্গল) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সুলতান মিয়া (হাতপাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১৩ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পীরগঞ্জ পৌরসভা এলাকার বেশ কিছু সংখ্যক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু আ’লীগ সরকার ক্ষমতায় তাই উন্নয়নের স্বার্থে এবং নৌকার বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নৌকা প্রতিকের প্রার্থী তাজিমুল ইসলাম শামীম মেয়র পদে নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। কেননা, পৌরসভার ব্যাপক উন্নয়ন ছাড়াও তিনি (শামীম) বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ভাতিজা।
নির্বাচনে জয়ের ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম বলেন, পৌর নির্বাচনে আমি ব্যাপক গণসংযোগ করেছি এবং বর্তমান আ’লীগ সরকারের সহযোগিতায় পৌরসভায় ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছি। এতে জনগনের যে সাড়া পেয়েছি তাতে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। লাঙ্গল প্রতিকের প্রার্থী জায়দুল ইসলাম বলেন, আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওঃ সুলতান বলেন, আমি আশা করি বিপুল ভোটে নির্বাচিত হবো।
উল্লেখ্য- ২০১৩ ইং সালের ২৮ জানুয়ারী রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর ও পার্শ্ববর্তী রায়পুর, পীরগঞ্জ সদর, মিঠিপুর ও রামনাথপুর ইউনিয়নের এলাকা নিয়ে ‘পীরগঞ্জ পৌরসভা’ নামে সরকারী প্রজ্ঞাপন জারী হয়। প্রায় ১৪.৮৬ বর্গ কিঃ মিটার আয়তনের এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা- ১৪ হাজার ৮’শ ৬১ জন।
প্রথম পর্যায়ে পৌরসভাটি ‘গ’ শ্রেণীভুক্ত থাকলেও ২০১৯ সালে এটি ‘খ’ শ্রেণীতে উন্নীত করা হয়। এবারে পীরগঞ্জ পৌরসভার ২য় নির্বাচন। প্রথম নির্বাচন হয় বিগত ২০১৬ সনের ৭ আগষ্ট। সে সময় এ পৌরসভার মেয়র নির্বাচিত হন আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম। রোববার (২৮ নভেম্বর) ২য় বারের মত পীরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন