রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসির পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে।
তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সময় রাত ১১টা পর্যন্ত করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে মহিউজ্জামান সাংবাদিকদের বলেন, ‘টিএসসিতে বহিরাগতদের আগমনে অনেক শৃঙ্খলাভঙ্গ হচ্ছে। বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ও শিক্ষার্থীদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইতোমধ্যে টিএসসিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৯টি সংগঠনের কাছে এই সিদ্ধান্তের কথা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন