রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ডলারকে দুর্বল করতে পারে : আইএমএফ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যকে কমাতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক গিতা গোপিনাথ এ সতর্কবার্তা দিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

বুধবার ফিনেন্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গোপিনাথ বলেন, ‘এ পরিস্থিতিতেও ডলার বৈশ্বিক মুদ্রা হিসেবে থাকবে; তবে নিশ্চিতভাবে কিছুটা দুর্বল হবে।’

তিনি জানান যে, কিছু দেশ ইতোমধ্যে বাণিজ্যে লেনদেনের মুদ্রা নিয়ে পুনঃআলোচনা করছে। ভারত ডলারের বিকল্প হিসেবে রুপি ও রুবলের মাধ্যমে বাণিজ্য চালানোর প্রস্তুতি নিচ্ছে।

গোপিনাথের মতে, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর বিভিন্ন দেশ (রাশিয়ার সঙ্গে) বাণিজ্য চালিয়ে যেতে নিজেদের দেশীয় মুদ্রা ব্যবহার করতে পারে।

এর আগে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার সঙ্গে মার্কিন ডলার ব্যবহার করে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জেরে রাশিয়া বলেছে, ‘অবন্ধু’ দেশগুলোকে তাদের কাছ থেকে তেল ও গ্যাস কিনতে হলে অবশ্যই রুবলের (রুশ মুদ্রা) মাধ্যমে তা করতে হবে।

রাশিয়ার ‘অবন্ধু’ দেশের তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের সবক’টি দেশ রয়েছে। এ ছাড়া জাপান, অস্ট্রেলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ রয়েছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি বন্ধ করে দিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখনও রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করে।

ডলার নিষিদ্ধ করা এবং এর জেরে রুবলের ব্যবহারে রাশিয়ার বাধ্যবাধকতা আরোপের কারণে কার্যত বিপাকে পড়েছে ইউরোপ। ইতোমধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বাণিজ্যে রুবলের ব্যবহারে তারা সম্মত নন।

রাশিয়া বলেছে, তারা বিনামূল্যে ইউরোপে তেল ও গ্যাস সরবরাহ করবে না। প্রসঙ্গত, ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।