লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ শহীদ আফজাল হোসেন মিলনায়তনে ইউএনও সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।
এতে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পূর্ন চন্র বর্ম্মন, পৌরসভা মেয়র রাশিদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও লতিফা বেগম প্রমুখ। এতে সরকারী বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানগন ও সাংবাদিকবৃন্দ অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন