লালমনিরহাটের পাটগ্রামে এমপির ভাইকে হত্যার ঘটনায় আটক-১
ফলোআপঃ⤵️
লালমনিরহাটের পাটগ্রামে সাবেক এমপি আবেদ আলীর ছোটভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে(৬৮) কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় আটক হয়েছে আলমগীর হোসেন(২৮) নামে এক যুবক।
সোমবার আটক যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক যুবক উপজেলার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। আলমগীরকে জেল হাজতে প্রেরণের সময় রিমান্ড আবেদন করেছেন পাটগ্রাম পুলিশ।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, আটক যুবক আলমগীরকে রিমান্ড আবেদনসহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার প্রধান আসামী নাহিদুজ্জামান বাবুকে গ্রেফতারে অভিযান চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন