লালমনিরহাটের হাতীবান্ধায় মেম্বর এসোয়িয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG_20230213_131650-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশনের প্রতিনিধি সম্মলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) স্থানীয় অডিটোরিয়াম হলরুমে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আকতারুজ্জামান স্বপনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী,ইউপি সদস্য আলী আকবর ও জাকির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে আক্তারুজ্জামান স্বপনকে সভাপতি ও আলী আকবরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যাণ এসোসিয়েশনের উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়।কমিটর অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষনা করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন